০৮/১২/২০২৪ ইং তারিখ থেকে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর-এ ৫ দিন ব্যাপী "সুশাসন সংহতকরণ ও অফিস ব্যবস্থাপনা" বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর সম্মানিত সচিব ড. মোঃ সেলিম রেজা এবং অত্র ইনস্টিটিউট-এর পরিচালক(অতিঃ দায়িত্ব) জনাব জন লিটন মুন্সী। এসময় সফলভাবে সম্পন্নকৃত "Wavelength Dispersive X-ray Fluorescence Spectrometer (WDXRF)" বৈজ্ঞানিক যন্ত্রের প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।