বর্তমানে বিসিএসআইআর-এ মোট ৩৭৮ জন বিজ্ঞানী এবং রিসার্চ ইঞ্জিনিয়ার কর্মরত রয়েছেন। ২০২২ সালে তাঁরা সম্মিলিতভাবে মোট ৯৩টির অধিক পিয়ার-রিভিউ সায়েন্টিফিক প্রবন্ধ, বুক চ্যাপ্টার এবং প্রসেডিংস পাবলিশ করেছেন যার মধ্যে ৮৭টি স্কোপাস ইনডেক্সভুক্ত প্রেস্টিজিয়াস জার্নাল। নিচে নির্বাচিত প্রকাশনার তালিকা (প্রকাশক, ইন্ডেক্সিং, ইমপ্যাক্ট ফ্যাক্টর সহ) দেওয়া রয়েছে।