Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২৪

পটভূমি

 

 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) তদানীন্তন পিসিএসআইআর-এর অঙ্গ প্রতিষ্ঠান ’পূর্বাঞ্চলীয় গবেষণাগার’ নামে ১৯৫৫ সালে কার্যক্রম শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার পর এদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে ১৯৭৩ সালে এক অধ্যাদেশ জারীর মাধ্যমে ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)’ প্রতিষ্ঠা লাভ করে । ২০১৩ সালে প্রণীত ’বিসিএসআইআর আইন ২০১৩’ জাতীয় সংসদে অনুমোদন করা হয় এবং বিসিএসআইআর বর্তমানে এই আইন দ্বারাই পরিচালিত হচ্ছে।

 

বিজ্ঞান ও প্রযুক্তির নব নব ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে বিসিএসআইআর-এর পরিধি বিস্তৃত হয়ে বর্তমানে ০৩টি পূর্ণাঙ্গ আঞ্চলিক গবেষণাগার, ০৮টি ইনস্টিটিউট ও একটি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে:

 

ক্র.

ইউনিটের নাম

প্রতিষ্ঠাকাল

১।

বিসিএসআইআর গবেষণাগার ঢাকা

১৯৫৫

২।

বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রাম

১৯৬৫

৩।

বিসিএসআইআর গবেষণাগার রাজশাহী

১৯৬৭

৪।

জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট

১৯৮০

৫।

খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট

১৯৮৩

৬।

পাইলট প্লান্ট এন্ড প্রসেস ডেভেলপসেন্ট সেন্টার

১৯৮৩

৭।

চামড়া গবেষণা ইনস্টিটিউট

২০০০

৮।

কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট

২০০১

৯।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি এন্ড মেটালার্জি

২০০৯

১০।

বায়োমেডিক্যাল এন্ড টক্সিকলোজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট (বিটিআরআই)

২০১৯

১১।

ইন্সটিটিউট অব ন্যাশনাল এনালাইটিক্যাল রিসার্চ এন্ড সার্ভিস

২০১৬

১২। ইন্সটিটিউট অব টেকনোলজি ট্রান্সফার এন্ড ইনোভেশন ২০২০

 

 প্রতিষ্ঠালগ্ন থেকেই বিসিএসআইআর জাতীয় শিল্পোন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রায়োগিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।