মেডিক্যাল সেন্টার, বিসিএসআইআর, ঢাকা।
বিসিএসআইআর মেডিক্যাল সেন্টার মূলতঃ প্রাথমিক স্বাস্হ্য সেবার উপর ভিত্তি করে সেবা প্রদান করে থাকে। বিসিএসআইআর মেডিক্যাল সেন্টার এর মূল লক্ষ্য হলো সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা ছাড়াও এই কেন্দ্রে আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ব্লাড সুগার নির্ণয় ও নেবুলাইজেশনের মত বিশেষ সেবা প্রদান করা হয়ে থাকে। মেডিক্যাল সেন্টারের একটি পর্যবেক্ষণ কক্ষ রয়েছে যেখানে অফিস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে যেমন ডায়রিয়া, হাই ফিভার ও হঠাৎ ব্যাথা অনুভূত হওয়া রোগীদের রাখা হয় পর্যবেক্ষণ করার জন্য। ক্রিটিক্যাল রোগীদের টারশিয়ারী লেভেল হসপিটালে স্থানান্তর করা হয় এবং মেডিক্যাল সেন্টারের নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস তাদেরকে হসপিটালে পৌঁছে দিতে সহায়তা করে।