বিসিএসআইআর প্রতিবছর ১০০ জন গবেষককে ফেলোশিপ প্রদান করে। একটি নির্বাচনী পরীক্ষার মাধ্যমে বিসিএসআইআর উপরে বর্নিত তিনটি ক্যাটাগরীতে ফেলোশিপ প্রদান করে থাকে। নিয়োগপ্রাপ্ত ফেলোগণ আকর্ষনীয় ভাতা এবং বিসিএসআইআর-এ বিদ্যমান সমস্ত গবেষণা সুবিধাদি প্রাপ্ত হন। বিসিএসআইআর-এ বর্তমানে উপরোক্ত তিনটি ক্যাটাগরিতে মোট ৮৯ জন ফেলো কর্মরত রয়েছেন।
বিসিএসআইআর তিনটি ক্যাটাগরীতে ফেলোশিপ প্রদান করে থাকে।
যথাঃ
১. পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ
২. ডক্টোরাল ফেলোশিপ
৩. পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ
যোগাযোগঃ ড. মোঃ নুরুল হুদা ভূঁইয়া
গবেষণা সমন্বয়কারী
বিসিএসআইআর, ঢাকা
ই-মেইলঃ rc@bcsir.gov.bd
ফোনঃ +৮৮-০২-৫৮৬১৭৯২৪