০৩-১২-২০২৪ ইং তারিখ চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিক ও উদ্যোক্তাদের নিয়ে "নতুন দিনের সংকল্প, পরিবেশবান্ধব চামড়া শিল্প " শীর্ষক অংশীজন কমর্শালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর সম্মানিত চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আনোয়ার হোসেন, সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর ও জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন), বিসিএসআইআর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সাহানা পারভীন। উপস্থিত ছিলেন চামড়া শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।