বিসিআইআর-এর সকল ইউনিটে মত বিনিময় কর্মসূচীর অংশ হিসেবে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি(আইএমএমএম),বিসিএসআইআর-এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ২৪/১১/২০২৪ইং তারিখে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং উপস্থিত ছিলেন পি এন্ড ডি এর পরিচালক ডঃ মোঃ হোসেন সোহরাব। সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক(অতি: দায়িত্ব) জনাব জন লিটন মুন্সী।