Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০২৪

২৮/১১/২০২৪ ইং তারিখে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর-এ ৫ দিন ব্যাপী " Wavelength Dispersive X-ray Fluorescence Spectrometer(WD-XRF)" বৈজ্ঞানিক যন্ত্রের উপর প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ উক্ত অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন। এছাড়াও পি এন্ড ডি, বিসিএসআইআর-এর পরিচালক ড. মোঃ হোসেন সোহরাব , অত্র ইনস্টিটিউটের পরিচালক জনাব জন লিটন মুন্সী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।