Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার হতে উদ্ভাবিত Production of Multifunction Lip Gel from Natural Ingredients শীর্ষক পদ্ধতিটি “মেসার্স নিম্বা কসমেটিক্স”, ৪৬ মোমেনবাগ (৭ নং ওয়ার্ড), পাঁচলাইশ, চট্টগ্রাম-কে ১৫.০৯.২০২৪ তারিখে ইজারা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সদস্য (উন্নয়ন) এবং যুগ্মসচিব, জনাব রোকনুজ্জামান এবং অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ড. মো: সেলিম রেজা, সচিব, বিসিএসআইআর, ঢাকা এবং 'মেসার্স নিম্বা কসমেটিক্স'-এর সত্ত্বাধিকারী জনাব মোঃ সেলিম উদ্দীন।