বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বিভিন্ন গবেষণাগার, ইনস্টিটিউট, বিভাগের মধ্যে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ অন্যতম। সরকারের উন্নয়ন বাজেট হতে অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে অত্র পরিষদের গবেষণালব্ধ সুফল দেশের জনসাধারণের কাছে পৌছে দেয়া, গবেষণার যুগপযোগী পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা, প্রযুক্তির বিকাশ ও সম্প্রসারনের সহায়তা করা এ বিভাগের প্রধান কাজ। দেশের উন্নয়নে সরকার কর্তৃক সময় সময় গৃহীত পদক্ষেপের বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকান্ডের তদারকীর মাধ্যমে এ বিভাগ জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিষদের স্বল্প, মধ্য ও দীর্ঘ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কাজ করে আসছে। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ কাজের ধরণ ও গুরুত্ব বিবেচনায় বিভাগটি পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে একজন পরিচালকের মাধ্যমে পরিচালিত হয়।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের কর্মপরিধি: