Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৫

০২/০১/২০২৫ তারিখে ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার এন্ড ইনোভেশন (আইটিটিআই) কর্তৃক ' শিল্প বিকাশে উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর'-শীর্ষক অংশীজন কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর- এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আনোয়ার হোসেন, সদস্য(উন্নয়ন); জনাব রোকনুজ্জামান, সদস্য( অর্থ); ড. মোসাঃ হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) এবং জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য( প্রশাসন); জনাব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী, সচিব, বিসিএসআইআর। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মো: রেজাউল করিম, পরিচালক(অতি. দায়িত্ব), আইটিটিআই, বিসিএসআইআর। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, বিসিএসআইআর। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত স্টেকহোল্ডারবৃন্দ, বিসিএসআইআর-এর বিভিন্ন স্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।