স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করার জন্য চামড়া গবেষণা ইনস্টিটিউট, বিসিএসআইআর, নয়ারহাট, সাভার, ঢাকায় ১৬-১৮ জানুয়ারি ২০২৫খ্রি. তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫ আয়োজন করা হয়। অদ্য ১৮ জানুয়ারি ২০২৫ ইং বিকাল ৩:৩০টার সময় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আইটিটিআই-এর সম্মানিত পরিচালক (অঃ দাঃ) ড. সাহানা পারভীন এবং বিসিএসআইআর এর সম্মানিত সচিব জনাব সহিদুল হক পাটোয়ারী মহোদয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিফ সাইন্টিফিক অফিসার জনাব সালমা আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে আসন গ্রহণের পূর্বে প্রধান অতিথি বিশেষ অতিথিদের সংগে নিয়ে স্টলসমূহ পরিদর্শন করেন ।