গত ০৪ মার্চ ২০২৫ ইং তারিখে বিসিএসআইআর কর্তৃক “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপোযোগী প্রযুক্তির ব্যবহার” বিষয়ক সেমিনার আইইআরডি মিলনায়তন, বিসিএসআইআর, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (উন্নয়ন) জনাব কাজী আনোয়ার হোসেন, সদস্য (অর্থ) জনাব রোকনুজ্জামান, সদস্য (উন্নয়ন) জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন ড. মোসাঃ হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), বিসিএসআইআর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ নুরুল হুদা ভূঁইয়া, গবেষণা সমন্বয়কারী, বিসিএসআইআর। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর ঢাকাস্থ ইউনিটের পরিচালকবৃদ, বিসিএসআইআর-এর সচিব, সকল গবেষণাগার/ইনস্টিটিউট/সেন্টারসমূহের মনোনীত বিজ্ঞানীবৃন্দ।