Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২৩

গত ০৮ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ বুধবার বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে " স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা " শীর্ষক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, মাননীয় চেয়ারম্যান, বিসিএসআইআর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. চৌধুরী এম জাকারিয়া, সাবেক মাননীয় উপ-উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ড. আশিষ কুমার সরকার, পরিচালক, বিটিআরআই, বিসিএসআইআর এবং জনাব মোহাম্মদ মাহবুব হোসেন, জয়েন্ট কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ সেলিম খান, পরিচালক, বিসিএসআইআর রাজশাহী গবেষণাগার। বিভিন্ন স্তরের শিল্পোদ্যাক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন গবেষণাগারের পরিচালকবৃন্দ ও অত্র গবেষণাগারের বিজ্ঞানীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ বাদরুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের সিনিয়র সাইন্টিফিক অফিসার আহসানুর রাব্বী।