আজ ০৯/০১/২০২৫ তারিখে বিসিএসআইআর গবেষণাগার ঢাকা কর্তৃক “শিল্প গবেষণায় নতুন দ্বার, বিসিএসআইআর গবেষণাগার ঢাকা-এর অঙ্গীকার”-শীর্ষক অংশীজন কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর- এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আনোয়ার হোসেন, সদস্য(উন্নয়ন); জনাব রোকনুজ্জামান, সদস্য( অর্থ); ড. মোসাঃ হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) এবং জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য( প্রশাসন)। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকৌশলী নাহিদ শারমিন, পরিচালক (অতি. দায়িত্ব), বিসিএসআইআর গবেষণাগার ঢাকা, বিসিএসআইআর। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর গবেষণাগার, ঢাকা-এর চীফ সাইন্টিফিক অফিসার, ড. মোহাম্মদ হোসেন সোহরাব। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী ও সচিব, বিসিএসআইআর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত অংশীজনবৃন্দ; বিসিএসআইআর-এর বিভিন্ন স্তরের বিজ্ঞানী, প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ।