Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২২

সম্প্রতি প্রকাশিত সম্মানজনক SCImago Institutions Ranking এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর স্থান করে নেওয়া এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের নিমিত্তে ‘BCSIR Secured Prestigious SCImago Ranking: Present Status and Future Goal’ শীর্ষক একটি সেমিনার অদ্য ২১/০৪/২০২২ তারিখে আইএফএসটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আফতাব আলী শেখ মহোদয় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আবু কাউসার, এসএসও, আইএফআরডি, বিসিএসআইআর। উল্লেখ্য, SCImago Institutional Ranking এ ২০২২ সালে বিসিএসআইআর বাংলাদেশে ৯ম এবং বৈশ্বিক র‍্যাংকিং এ ৬৯১তম স্থান দখল করেছে। আজকের সেমিনারে পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বিসিএসআইআর-কে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ম এবং ২০২৭ সালের মধ্যে দক্ষিন এশিয়ায় শীর্ষস্থান দখলের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সকল বিজ্ঞানীদের অঙ্গীকার গ্রহণ করেন।