গত ১৩/০২/২০২৫ তারিখে পাঁচ দিনব্যাপী (০৯-১৩ ফেব্রুয়ারী,২০২৫) বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারে অনুষ্ঠিত Gas Chromatography Mass Spectrometry (GC-MS)- শীর্ষক যন্ত্রের উপর প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ড. মোসাঃ হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), বিসিএসআইআর। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন জনাব সরকার কামরুজ্জামান, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বিসিএসআইআর। এছাড়া প্রশিক্ষণস্থলে উপস্থিত ছিলেন ড. বরুণ কান্তি সাহা, পরিচালক, বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার, ড. দীপংকর চক্রবর্তী, পিএসও মহোদয় ও অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন ইউনিট হতে ১০ জন বিজ্ঞানী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।