আজ ২৪/০২/২০২৫খ্রি. তারিখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত ২৪-২৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫’ এর প্রথম দিনে বিসিএসআইআর ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকায় মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ মোকাব্বির হোসেন মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ মহোদয়। আরও উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, বিসিএসআইআর-এর সচিব, সর্বস্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং মেলায় অংশগ্রহনকারী উদ্ভাবকবৃন্দ।